
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠা সদস্য.সাংবাদিক এম এল এ
(এম পি) বঙ্গবন্ধুর বাল্য বন্ধু। আঃলীগ নেতা এডভোকেট মরহুম
শামসুদ্দিন মোল্লার ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার সময় প্রেসক্লাবের শামসুদ্দিন মোল্লা হল রুমে।
ফরিদপুর প্রেসক্লাবে সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে
আলোচনা সভায় অংশ নেন।শামসুদ্দিন মোল্লার ৩ছেলে জোবায়ের জাকির. আঃলীগ নেতা কামরুজ্জান কাফি ও জোনায়েত জাকি।
সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেয় নাজিম বকাউল. পান্না বালা.সেলিম মোল্লা. সাইফুল ইসলাম
অহিদ. তমিজদ্দিন তাজ.ইবু.জাকির হোসেন.সফিকুল ইসলাম মনি সহ প্রমুখ। সকলেই শামসুদ্দিন মোল্লা রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন।
তার মতো রাজনৈতিক নেতা ও সাংবাদিক বেছে থাকলে অনেক কিছু শিখতে পারতাম। তিনি এক জন আর্দশবান রাজনৈতিক নেতা হিসাবে
তার পরিচিতি রয়েছে বলে ও আলোচোকরা উল্লেখ করা হয়। পরে তার রুহ্হের মাগফিরাত কমনা করে দোয়া চাওয়া হয়।