প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৯:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৪:৪৫ পি.এম
সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে মাদ্রাসার এতিম নিয়ে খাবার খেলেন ইউএনও

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মহিশ্বরন পাচপাড়া হযরত আবু হুরায়ারা (রঃ) নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ দুপুরের খাবার খেলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও গৌরীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে ০৫ বুধবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী ও এতিম শিশুদের জন্য এ আয়োজন করা হয়।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচটি তোফাজ্জলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইউসুব ইবনে আইয়ুব, নির্বাচন কর্মকর্তা ফারুক আহাম্মদ,গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন,সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ,ঐক্য ফোরামের সহ-সভাপতি হুমায়ুন কবির,সাবেক সাধারন সম্পাদক ফারুক আহাম্মদ, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, সম্মানিত সদস্, আরিফ আহম্মেদ, গৌরীপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম,হুমায়ুন কবির সুমন,হলি সিয়াম শ্রাবণ, মাহফুজুর রহমান,মাদ্রাসার মুহতামিম হাফেজ মৌলানা মুহাম্মদ ওলি হাসান যুবদল নেতা রতন প্রমুখ
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.