শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান হলেন খায়রুল আলম রফিক

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিপীড়িত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’। সোমবার ( ৩০ সেপ্টেম্বর) ঢাকায় এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়।এতে সাংবাদিক মো. খায়রুল আলম রফিককে সংগঠনের প্রধান করে ১০১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।খায়রুল আলম রফিক বলেন, গত ১৬ বছরে নিপীড়িত ও খুন হওয়া সাংবাদিকদের তালিকা করা হচ্ছে ।

অসংখ্য সাংবাদিক ও সংবাদকর্মী নানা ধরনের নির্যাতন, হয়রানির শিকার হয়েছেন এবং বিভিন্ন সময় খুন হয়েছেন। কিন্তু নিপীড়িত সাংবাদিক ও খুন হওয়া সাংবাদিকের প্রকৃত সংখ্যা আমরা কেউ জানি না। আবার শুধু সাংবাদিকরা নিজেরাই নন, তাদের পরিবারের সদস্যদের পর্যন্ত মামলা, হামলা এবং হয়রানির মধ্যদিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের নির্যাতিত সাংবাদিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে, তারা যাতে যথাযথ আইনজীবীদের মাধ্যমে ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ পান, তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একইসঙ্গে বর্তমান এবং ভবিষ্যতে যেকোনও সরকারের সময় যাতে পেশাগত কাজের কারণে সাংবাদিকরা নিপীড়নের শিকার না হন, সেজন্য কাজ করে যাবে এই সংগঠন।

সংগঠনটি আইনজীবী, মানবাধিকারকর্মী, সিনিয়র সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ৬৪ জেলা থেকে ৭১ জন সাংবাদিক নিয়ে যাত্রা শুরু করবে। এছাড়া প্রত্যেকটা ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আলাদা একটি তদন্ত সংস্থা কমিটি করা হয়েছে। তদন্ত সংস্থার একজন প্রধান ও ১১ সদস্য রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin