নিজস্ব প্রতিনিধি:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ধর্মব্যবসায়ী-দুর্নীতিবাজ-উত্
২০ জুন বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী দেশের রাজনৈতিক প্লাটফর্মগুলোর সমালোচনা করে বলেন, নিবন্ধিত ৩৯ টি রাজনৈতিক প্লাটফর্মের মধ্যে এমন রাজনৈতিক প্লাটফর্মও নিবন্ধিত হয়েছে, যারা গত ৪ বছরে রাজনৈতিক কোন কর্মসূচিই তারা করতে পারেনি, কেবল বঙ্গ ও গণভনের দাওয়াত খেতে গিয়েছে।
নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক কালাম মোহাম্মদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা জাহানারা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, আলেয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন।