মোঃ হুমায়ুন কবির,
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলের।
সোমবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
তিনি জানান, সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করেন চেয়ারম্যান। বিচারক সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করায় চেয়ারম্যানের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ-৩ গৌরীপুরে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়া ও মহিলাদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।