প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৩, ৪:২৪ পি.এম
সালথায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে র্যালী ও আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে
বরিবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদার, মৎস্য অফিসার রাজীব রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.