সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সলঙ্গা ও কাওয়াক মোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হান্নান খান। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ৩ বছরের মেয়ে হাফসা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হান্নানকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। হান্নানের স্ত্রী ও ছেলে হাসপাতালে ভর্তি আছেন। পালিয়ে গেছে ঘাতক ট্রাকটি।
অন্যদিকে, রাতে উল্লাপাড়ার কাওয়াকমোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় নুরনবী হোসেন নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.