বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র গুণীজন সম্মাননা ও ইফতার মাহফিল সম্পন্ন

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৯:১৬ পূর্বাহ্ন

মোঃ সবুজ মিয়া, সিলেট প্রতিনিধিঃ সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর গুণীজন সংবর্ধনা, আলোচনা ও পবিত্র ইফতার মাহফিল সম্পন্ন। ৫ এপ্রিল ২০২৪ইং রোজ শুক্রবার বিকাল ৪ টার সময় সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সভাপতি খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে এবং রিফাত আরা রিফা ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদ এর সঞ্চালনায় সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর গুণীজন সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান বিপ্লবী লেখক-গবেষক হাবিব আহমদ দত্তচৌধুরী, কমান্ডার বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ এর গোলাপগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব মোহাম্মদ শফিকুর রহমান, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট লেখক-সহিত্যিক ও কলামিস্ট মো: ছয়েফ উদ্দিন, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু,

সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট ছড়াকার, সাহিত্যিক, সম্পাদক এবং সাহিত্য ক্যাফে সিলেটের প্রতিষ্ঠাতা শাহাদাত বখত সাহেদ, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী, সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো: সুয়েজ হোসেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান (রিপন), সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের লেকচারার ও ডেন্টাল সার্জন ডা: মো: মাজেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মেজর এনায়েত হোসেনের সন্তান আরাফাত হোসেন সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সন্তান আলী আহমদ ও ফজলুর ইসলাম (ফজলাই)।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সহিত্যিক, লেখক, গবেষক, কবি, মুক্তিযোদ্ধা সন্তান, ডাক্তার ও সমাজে যারা বিশেষ অবদান রাখছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পবিত্র রমজানে ত্যাগের শিক্ষা নিয়ে জাতিকে এগিয়ে যেতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে দু:খী মানুষের মুখে হাঁসি ফুটাতে হবে। মহানবীর আদর্শ অনুসরনের মাধ্যমে পবিত্র মুমিনের পরিচয় দিয়ে সুন্দর সমাজ গড়তে হবে। কুরআন নাযিলের মাস মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। আর্ত-মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য। উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহিন (সিলেট), সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী (মৌলভীবাজার), যুগ্ম সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (মৌলভীবাজার), সংগঠনিক সম্পাদক এম. আব্দুল করিম, অর্থ বিষয়ক সম্পাদক মো: সবুজ মিয়া, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান নাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল আহমদ দূর্জয়, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সদস্য- আব্দুল মান্নান, আদনান আহমদ চৌধুরী, জাকির হোসেন, আব্দুস সামাদ আজাদ, ফয়সল আহমদ, ময়নুল ইসলাম ইরন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin