প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৯:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৪, ৬:৪৭ পি.এম
 সেনাবাহিনীর সহায়তায়    ফরিদপুরে কোতয়ালী পুলিশের কার্যক্রম শুরু 
  
    
    
    
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে থানার ধ্বংসাবশেষ পরিস্কার পরিচ্ছন্ন করে এক দিন পরে আজ থেকে কোতয়ালী থানা পুলিশের কার্যত্রম শুরু করার ঘোষনা দেন পুলিশ সুপার মোহম্মদ মোরশেদ আলম।
শনিবার ( ১০ আগষ্ট) দুপুরে  জেলায় দায়িত্ব থাকা সেনাবাহিনীর অফিসার লেফটেনেন্ট কর্ণেল নাহিদ ও পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম থানা পরিদর্শন করে ও পুলিশ সদস্যগণকে সহযোগীতার আশ্বাস প্রদান করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে চলমান পরিস্থিতিতে জেলার সদরপুর, মধুখালী ও কোতয়ালী থানায় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করে। এতে অস্ত্র লুটসহ থানার প্রতিটি কক্ষ, পুলিশের গাড়ি, মামলার নথিপত্র আগুনে পুড়ে ভষ্মীভুত হয়।
ফরিদপুর জেলায় সেনাবাহিনীর দায়িত্বরত থাকা লেফটেনেন্ট কর্ণেল নাহিদ সরোয়ার জানান, পুলিশের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সকল থানায় পুলিশ যোগ দিয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন থেকে তারা পুলিশ সদস্যদের পাশে থাকবেন ও সহযোগীতা করবেন।
ফরিদপুরের পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম জানান, জেলার মোট ৯টি থানার মধ্যে সবগুলো থানায় গতকাল থেকেই পুলিশ সদস্যরা যোগদান করে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। শুধু কোতয়ালী থানায় বেশি ক্ষতি হওয়ায় সেগুলো গুছিয়ে উঠিয়ে আজ থেকে এই থানার কার্যক্রম ও শুরু করা হলো। দ্রুত সময়ে পরিপুর্ন মনোবল নিয়ে পুলিশী পোশাকে আইনগত সকল কাজ শুরু করে মানুষের সেবা দিবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে মাইকিং করে জমা দেওয়ার জন্য ঘোষনা করা হবে। তার পর থেকে অভিযান পরিচলনা করে উদ্ধার অভিযানসহ সকল ধরণের আইনগত ব্যবস্থা  ও কাজ  শুরু করা হবে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
    
    
         
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
        
        
         Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.