প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৮:৪২ এ.এম
সোনার বাংলার শিক্ষক “এফ এম কামাল

শিক্ষক মোরা জাতির বিবেক
হাতে নিলাম থালা,
কলঙ্কের কালি ললাটে মেখে
স্লোগানে ফাটাই গলা।
শতকরা হারে বাড়ি ভাড়া
মোদের ন্যায্য অধিকার,
দিতেই হবে দিয়ে দাও
দেরী কেন আর?
পনেরশ টাকা চিকিৎসা ভাতা
নয়তো খুব বেশী,
দাবি তুলছি লক্ষাধিক শিক্ষক
শহীদ মিনার আসি।
ডাল ভাতের জীবন মোদের
আছি মহান পেশায়,
রক্ত কেন ঝরাও তোমরা
ঢাকা ছাড়ার আশায়?
ছাড়বো ঢাকা প্রজ্ঞাপন দাও
ফিরবো মোরা ক্লাশে,
স্লোগান তুলে ফেনা তুলছি
২০% এর আশে।
টনক নড়াও ভেবে দ্যাখো
মোরা, সৌখিন কারিগর,
দাড়ি ধরে টানছো তবুও
নাই তোমাদের ডর?
ছয় লক্ষাধিক শিক্ষক মোরা
এক বিশাল পরিবার,
ধৈর্যের বাঁধ ভাঙলে পরে
রক্ষা হবে না আর।
আশ্বাসে আর বিশ্বাসী নই
প্রজ্ঞাপন করো জারি,
এবার কিন্তু যাবো না মোরা
ঢাকার রাজপথ ছাড়ি।
জ্ঞানী গুণী সবার কথা
এটা বাঁচার অধিকার,
টালবাহানা আর করো না
দিয়ে দাও এবার।
জাগছি এবার শিক্ষক সমাজ
সাথে গোটা দেশ,
জাতির বিবেক আর কাঁদবেনা
কান্নার হবে শেষ।
থালা হাতে শিক্ষক সমাজ
দেখুক গোটা বিশ্ব,
সোনার বাংলার শিক্ষক মোরা
হায়! কতটা নিঃস্ব।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.