ইসরাত জাহানঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী যুবক বঙ্গবন্ধুর আদর্শের লালিত-নির্দেশনা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ কৃত তরুণ প্রজন্মের উজ্জল নক্ষ্যত্র সমাজ সেবক অসহায় দোস্ত মানুষদের কাছে দিনরাত যার ভালোবাসা পৌঁছে দিতে সক্ষম সেই তরুণ যুবক মোঃ সোহেল রানাকে ভালুকার পৌরসহরের বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক হিসেবে দেখতে চায় ভালুকার পৌরবাসী।
সোহেল রানা সম্পর্কে জানতে চাওয়া হলে ইমরান সিকদার অনলাইন পোর্টাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন সোহেল আমাদের পৌরসহরের গর্বিত একজন নীতিবান যুবক ।সে বঙ্গবন্ধুর আদর্শের একজন আইকন তার দ্বারা সমাজের কোন ক্ষতি সাধিত হয় নাই বরং তার ধারা সমাজের অনেক অসহায় দোস্ত মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়েছেন জনবল নিয়ে। পৌর শহরের কয়েকজন আওয়ামী লীগ পন্থী আরো জানান সোহেল রানাকে যদি পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগে এর আহ্বায়ক করা হয় তাহলে ভালুকা পৌরশহরে একটা শক্তিশালী পৌর কমিটি পাবে তাই আমরা সোহেল রানাকে পৌর শহরের আহবায়ক হিসেবে দেখতে চাই।