মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

স্কুলছাত্র হত্যার দায়ে ফরিদপুরে  দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০২৪, ৬:২৬ অপরাহ্ন

 ফরিদপুর  প্রতিনিধি
ফরিদপুরে অটোরিক্সা ছিনতাইয়ের পর সাব্বির বিশ্বাস নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৯ মে) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন।
রায়ের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। বিকেলে পুলিশী পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- ফরিদপুর সদর উপজেলার লোকমানখার ডাঙ্গি গ্রামের মজিবর শেখের ছেলে মো. আছমত শেখ (১৯) ও একই গ্রামের কাশেম মোল্যার ছেলে সাগর মোল্যা (২৪)।
আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের আছিরউদ্দিন মুন্সিরডাঙ্গী এলাকার আলমগীর বিশ্বাস ঘোড়ার গাড়ি ও অটোরিক্সা দ্বারা জীবিকা নির্বাহ করতেন। তার ছেলে ওই ইউনিয়নের পদ্মার চর হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র সাব্বির বিশ্বাস স্কুল বন্ধ থাকায় গত ২০২২ সালের ১ এপ্রিল সকালে বাড়তি কিছু উপার্জনের আশায় বাবা আলমগীর বিশ্বাসের ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজা খুঁজির পরে ২ এপ্রিল সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি মাঠের মধ্যে ছেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। সেসময় নিহত সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস কোতয়ালী থানায় অজ্ঞাত নামা আসামী করে ব্যাটারী চালিত রিক্সা ছিনতাই ও হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্তকালে ঘটানার ২৪ দিন পরে অটোরিক্সা ছিনতাই ও হত্যা করে লাশ গুমের সাথে জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন জানান, ‘ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই করে স্কুলছাত্র সাব্বির বিশ্বাস হত্যা মামলায় দীর্ঘ স্বাক্ষ্যপ্রমাণ শেষ বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামী আছমত শেখ ও সাগর মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। এ রায়ে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin