স্টাফ রিপোটারঃ
ছাত্র আন্দোলনের মাধ্যমে পরাধীনতার শিকল ছীড়ে আসলো নতুন স্বাধীনতা। ৫ ই আগস্ট বেলা তিনটার সময় বিকট এক শব্দে কম্পিত হলো বাংলার সবুজ মানচিত্রের মাটি এবং হাসি ফুটল ১৭ কোটি মানুষের হৃদয়ে ।আর বিশ্ববাসী বাংলার দামান ছেলেদের রক্তের স্রোতের দিকে তাকিয়ে অনুভব করছিল বাংলার দামান ছেলেরা সত্যিই বীরপুরুষ মেধাবী।
বাংলাদেশের পূর্ব দিগন্তে নতুন সূর্য উদিত হওয়ার নতুন এক ধারা, যখন বিকাল তিনটা গড়িয়ে চারটার কাঁটায় ঘড়ি পড়েছিল তখনই জনগণের রক্তচোষা অট্টলিকা থেকে কিছু সার্থনিশি কোথাও না কোথাও ভেজা শিয়ালের মতো পালাতে শুরু করেছিল। সেই পালানোর কাতারে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় ছিল কেয়ারটেকার মেসেজনি ভালুকা উপজেলা হবিরবাড়ী ইউনিয়নের সুন্দরী সূমা(রুমা)আক্তার। ৫ আগস্ট সন্ধ্যার পর থেকে কাউকে খোঁজা পাওয়া যাচ্ছিল না কিন্তু অর্থের এত তেজ কে সামাল দিতে পারে প্রায় দুই কোটি টাকার গাড়ি নিয়ে সুন্দরী আক্তার সন্ধ্যার অন্ধকার মুহূর্তে চলে আসলো তাহার পিতার ভাড়াটিয়া বাসায় ছোট ভাই সাগর পিতা অসুস্থ মায়ের সাথে ৩০ মিনিট কি যেন ফিসফিস করে চলে গেল সেই দুই কোটি টাকার গাড়ি দিয়ে।
দুদিন না যেতেই শ্রেষ্ঠ কোভিদ বাড়ি ইউনিয়নে দলিল করে নিল প্রায় ১৫ শতক জমি শুধু তাতেই ক্ষান্ত হয়নি ছিটিয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ এবং সাদা কাগজেই তাহার লিখিতভাবে লভ্যাংশ হিসেবে দিয়ে গেলেন লাখ লাখ টাকা। সেই এলাকার জনশ্রুতে শোনা যায় পিতা রাস্তার হকারী কাঁচামালের ব্যবসায়ী এই টাকা কোথায় থেকে জোয়ারের পানির মত এসেছে? মানুষের মাঝে বলাবলি হচ্ছে মন্ত্রী এখনও গ্রেফতার হয়নি সে মন্ত্রীর বাড়ির কেয়ারটেকার এখন কোথায় আছে জনতার জানার আগ্রহ। এলাকার মানুষ বলাবলি করছে আক্তার র ছোট্ট ভাই সাগর তার চলার ছবি প্রকাশ করার যে নমুনা তা দেখেই আঁচ করা যায় তাদের বর্তমান অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। জনতার জনশ্রুতে শোনা যাচ্ছে সাগর হঠাৎ কারো দোকানে কর্মচারী হয়ে দিন কাটাচ্ছে যেন প্রশাসনিক সামাজিক কোন নজর তার দিকে না পরে।
সাধারণ জনতার প্রশ্ন একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার কেয়ারটেকার বা মেছেজজিয়ান এখনো তাদের দাপটে চলে বেড়াচ্ছে। সাগর এই মুহূর্তে কেন দোকানের কর্মচারী হয়ে গেলেন বা দোকান মালিকই কেন সাগরকে নিয়ে কথা বলছেন। জনশ্রুতি বলাবলি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে খুঁজে বার করবে এবং দেশের স্বার্থে এদেরকে আইনের আওতায় এনে দেশকে একটি সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত মানচিত্র হিসেবে উপহার দেবেন জাতিকে এমনটি প্রত্যাশা দেশ ও জাতির। পলাতকরা আইনের হাতে গ্রেফতার হওয়া পর্যন্ত লেখনির মাধ্যমে প্রতিবাদ চলবে।।
(সাগরের ছবি দেখেই বলা যায় তাদের সম্পর্ক