প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২২, ২:১৯ পি.এম
হাতেম আলী সরকারের ইন্তেকাল জামায়াতের শোক প্রকাশ

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
দৈনিক যুগান্তর পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি, নাগরিক টিভি ময়মনসিংহ প্রতিনিধি, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রিয় কমিটির সমাজকল্যান সম্পাদক ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিবের পিতা ত্রিশাল পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাতেম আলী সরকার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
পরিবার সূত্রে জানাযায়, মরহুম আলহাজ¦ হাতেম আলী সরকার বৃহস্পতিবার সন্ধ্যা ৫.০০ টায় বাধ্যর্কজনিত কারনে ত্রিশাল মধ্যবাজার নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ উনার নিজ বাড়ি উপজেলার কাঁঠাল ইউনিয়নের হালিমা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়ে সরকারবাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার আমীর, সাধারণ সম্পাদক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.