ইসরাত জাহানঃ ময়মনসিংহের গফরগাঁয়ে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আনন্দ মিছিলে, অবৈধ অস্ত্র ব্যবসায়ী রাজিব ও তার ভাই রাকিব প্রকাশ্যে গুলি করে চানু সুলতানের ছোট ভাই আক্তার কে আহত করে। এই ঘটনার জড়িত রাকিব ও রাজীবকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে (২০,আগসট) সকাল ১১টায় গফরগাঁও থানার সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে গফরগাঁওয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। তবে এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা হলে জানান আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কে সাথে নিয়ে কাজ করছে, স্থানীয় পুলিশ প্রশাসন ,দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.