নিজস্ব প্রতিনিধীঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ মিষ্টি কথা এবং মুচকি হেসে গফরগাঁওয়ের মানুষের মাঝে আইনের আস্থার আসনে। গফরগাঁও থানার পুরনো মামলাএবং পলাতক আসামি গ্রেফতার করে জনমনে স্বস্থিরতা এনেছে ওসি ফারুক।
গফরগাঁও থানার প্রায় সব এলাকাতে থানা সোর্স এর মাধ্যমে অপরাধীদের মাঝে বিভিন্ন বাণী পৌঁছে দিয়ে অপরাধীদেরকে সতর্ক করে অপরাধ ধমনে বিশেষ পরিকল্পিত চিন্তা চেতনা দিয়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং মাতা পিতার অবাধ্য সন্তানদের সাথে হাসিমুখে বুঝিয়ে গফরগাঁও থানা থেকে প্রায় অসহনীয় কার্যকলাপ বন্ধের পথে। মাদক সেবক আক্কাস আলী ফকির সাংবাদিককে বলেন আমার এই ৬০ বছর এর মাঝে অনেক কিছুই দেখেছি এই ওসি ফারুক সাহেবে এর মত কেও আমাকে শুধরাতে পারেনি আমি দিনে কমপক্ষে দুইবার মাদক সেবন না করিলে কাজ করতে পারতাম না এই ওসি স্যার আমাকে তার মিষ্টি হাসি দিয়ে বোঝানোর পর আমার মন ঠাণ্ডা হয়ে গেছে সাথে সাথেই আমি ওয়াদা করেছি বাকি জীবনে কোন মাদক সেবন করিব না এবং কাউকে মাদকের ব্যাপারে সহযোগিতা করিব না । এখন আমার আর কোন কষ্ট হয় না আমি এই ওসি সাহেবকে ধন্যবাদ জানাই। মাজার ভক্ত একজন মাদক সেবনকারী বলেন ভাই এই ওসি স্যার যদি আরো ২০ বছর আগে আইতো তাহলে আমার জীবন পাল্টে যেত এই স্যার হাসতে হাসতে শাসন করে যা অন্তরে গেথে থাকে।
আসলেই সব মিলিয়ে গফরগাঁও থানার সামাজিক ব্যক্তিত্বদের নিয়ে ওসি ফারুক আহমেদ তার মেধা শক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার প্রতি লক্ষ রেখে নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং বাংলাদেশের মানচিত্রের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করে গফরগাঁওবাসীকে একটি অপরাধমুক্ত গফরগাঁও উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর। ওসি তদন্ত আনোয়ারুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে সার্কেল স্যার এর তত্ত্বাবধানে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ স্যার আমাকে সব সময় নির্দেশ দিয়ে থাকেন যেন কোন অপরাধী সঠিক তদন্ত থেকে ছার না পায় আমিও সত্য লিখতে বদ্ধপরিকর।