
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমি তাদের স্যালুট জানাই। এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। কেউ যেনো কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
ফরিদপুরের নগরকান্দায় এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সোমবার (১২ আগস্ট) বিকেলে নগরকান্দা গার্লস স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল তালুকদার।
এসময় শামা ওবায়েদ তার বক্তব্যে আরো বলেন, এদেশের হিন্দু ভাইদের আমি সংখ্যালঘু বলতে চাইনা। তারাও আমাদেরই মতো আরেকজন। আমার ভাই, আমার বোন, আমার চাচা, তাদেরকেও রক্ষা করতে হবে। কেউ যেনো হিন্দুদের বাসাবাড়ি, মন্দির, দোকানপাটে আক্রমণ করবেন না। তাহলে আমাদের সাথে আওয়ামী লীগের কোন পার্থক্য থাকবেনা। যারা মানুষের উপরে অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, তাদের কিন্তু সেনাবাহিনী ধরবে। কেউ রেহাই পাবেনা। তারা যদি দলের কেউ হয়, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এই বাংলাদেশে কোন বৈষম্যের ঠাঁই হবেনা। প্রত্যেকটা খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড, দুর্নীতি, লুটপাটের বিচার করা হবে।
শান্তি সমাবেশ শেষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা শামা ওবায়েদকে ফুলেল শুভেচ্ছা জানান।