প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ৬:০৫ পি.এম
হোটেল-রেঁস্তোরায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মসিকের অভিযান

শেখ মামুনুর রশীদ মামুনঃ পবিত্র মাহে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় হোটেল রেস্তোরায় অভিযান পরিচালনা করা হয়। আজ দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগ এ অভিযান পরিচালনা করে। এ সময় হোটেল রেঁস্তোরোয় খাবারের মান পর্যবেক্ষণ করা হয় এবং হোটেল-রেঁস্তোরার মালিকগণকে প্লাস্টিক ড্রামের পরিবর্তে ট্যাপ যুক্ত পানির জার ব্যবহার ও পুরাতন কাগজের প্যাকেট ব্যাবহার বন্ধ করতে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে জিরো পয়েন্ট থেকে কাঁচিঝুলী মোড় পর্যন্ত ১০ টি রেস্টুরেন্ট থেকে পানির ড্রাম ও পুরাতন কাগজের প্যাকেট জব্দ করা হয়। অভিযানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, জয়নাল আবেদীন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.