আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
হোটেল সেক্টরে নূন্যতম ৩০হাজার মজুরি এবং ১৫% ইনক্রিমেন্টের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি, বেকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল শহরের বারহাট্টা রোড থেকে শুরু হয়ে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন তারা। এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারি সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বক্তব্য রাখেন। বক্তারা শ্রমিকের অধিকার আদায়ে কার্যকরী ব্যবস্থা গ্রহনে বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.