প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ৬:১২ পি.এম
১৫ বছরপূর্তিতে আগামী ২৭ ডিসেম্বর যুব সমাবেশ করবে খেলাফত যুব মজলিস

একটি সুন্দর সমাজ গঠন, দেশ ও জাতির উন্নয়ন ও মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিত একটি প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে ২০০৯ সালের ২৯শে মে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ৷
একটু একটু পথ চলতে চলতে ইতোমধ্যে পনেরো বছরের মাইলফলক ছুঁয়েছে লাখো যুবকের স্বপ্নের এই কাফেলা ৷
ভোগবাদী জীবনদর্শন ও পাশ্চাত্যের নব্য জাহেলী সমাজচিন্তার বিপরীতে কুরআন-সুন্নাহ প্রবর্তিত সত্য-সুন্দর ও আত্মত্যাগের আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে পথ চলছে এই কাফেলা ৷ খোলাফায়ে রাশেদীন, সাহাবায়ে কেরাম ও হাজার বছরের ইসলামী ঐতিহ্যের ধারা এই কাফেলার পথ চলার অনুপ্রেরণা ৷ আধুনিক কালের উপযোগী শ্রেষ্ঠ সাংগঠনিক কলা-কৌশল এই কাফেলার অনন্য হাতিয়ার ৷ এক কথায় শাশ্বত নীতি, নিখাঁদ ঐতিহ্য আর চমৎকার আধুনিকতার এক অনন্য সমন্বয়ের নাম
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ৷
প্রতিষ্ঠার ১৫ বছরপূর্তিতে আগামী ২৭ ডিসেম্বর ২০২৪ রোজ শুক্রবার সকাল ৯টা থেকে "যুব সমাবেশ" করবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
সত্যসন্ধানী যুব সমাজের প্রতি স্ববান্ধব উপস্থিতির উদাত্ত আহ্বান রইলো।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.