বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

১৯ উপজেলায় ভোটগ্রহণ

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ৯ জুন, ২০২৪, ৬:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্থগিত হওয়া ১৯ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে আজ। রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এসব উপজেলায় ভোট চলবে। এক হাজার ১৮১টি কেন্দ্রে একটানা চলবে ভোটগ্রহণ। মোট ভোটার ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন।

বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নির্বাচন হচ্ছে ব্যালট পেপারে। আর পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

একই কারণে স্থগিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজও হচ্ছে না। স্থানীয় সংগঠন ইউপিডিএফের অবরোধ ঘোষণার কারণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এখানে ভোটগ্রহণ দ্বিতীয় দফা স্থগিত করেছে ইসি।

গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমালের ফলে জলোচ্ছ্বাসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পরদিন ২৭ মে এসব উপজেলার ভোটের নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে এসব উপজেলায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin