মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হ্যাঁ’ ভোটে বিজয়, ‘না’ ভোটে পরাজয়: শফিকুর রহমান চট্টগ্রামে র‌্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ঠান্ডায় ২৫ জনের মৃত্যু নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার ঘুষ ছাড়া নড়ে না কলম”আছে ভয়াবহ অভিযোগ নেত্রকোনায় আদালতের আদেশ অমান্য করায় সংবাদ সম্মেলন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ তিন আসামির মৃত্যুদণ্ড চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৫:৫০ পূর্বাহ্ন

দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এ উপলক্ষে ময়মনসিংহ নগরী ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিএনপি নেতাদের আশা, এই জনসভা স্মরণকালের বড় জমায়েতে পরিণত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

সোমবার (২৬ জানুয়ারি) ময়মনসিংহে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ইতোমধ্যে ময়মনসিংহ বিভাগের চার জেলা ছাড়াও মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং বিভিন্ন উপজেলার নেতাদের সঙ্গে ধারাবাহিক সভা সম্পন্ন হয়েছে। সব ইউনিটের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, মূল মঞ্চের কাজ চলমান রয়েছে। সম্ভাব্য বিপুল জনসমাগমের কথা বিবেচনায় নিয়ে সমাবেশস্থলের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন বসানো হবে। নারী অংশগ্রহণকারীদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হচ্ছে।

শরীফুল আলম আরও বলেন, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তার আগমন ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সার্কিট হাউস মাঠসহ পুরো শহরজুড়ে মানুষের উপস্থিতি থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin