রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

৫ মে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: তিন মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা শেষে শারীরিকভাবে অনেকটা সুস্থবোধ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার দেশে ফেরার পালা। ইতোমধ্যে তার চিকিৎসায় বাংলাদেশে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার লন্ডনে পৌঁছেছেন। পূর্বনির্ধারিত সময়সূচি অনুয়ায়ী ৪ মে রওনা হয়ে পরদিন ৫ মে ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা।

জানা গেছে, লন্ডনের বিমানবন্দর হিথ্রো-২ থেকে স্থানীয় সময় আগামীকাল রবিবার (০৪ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন সোমবার (০৫ মে) সকাল ৯টা ৫৫ মিনিটে। সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে বিএনপি চেয়ারপারসন ঢাকায় পৌঁছাবেন।জানা গেছে, খালেদা জিয়াকে দেশে আনতে তার মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বাংলাদেশ সময় শনিবার ভোরে তিনি লন্ডনে পৌঁছান। তার সঙ্গে গেছেন বোর্ডের আরেক সদস্য আইসিইউ কনসালটেন্ট ডা. জাফর। তারা সোমবার খালেদার জিয়ার সঙ্গে ঢাকায় ফিরবেন।

ডা. শাহাবুদ্দিন বলেন, আমি লন্ডন এসেছি। ইতোমধ্যে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে দেখা হয়েছে। তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। সোমবার সিলেট হয়ে ১০টা ৫৫ মিনিটে আমাদের ঢাকায় ফেরার কথা। উনার সঙ্গে আমি, ডা. জাহিদ ও ডা. জাফর আছি।তিনি বলেন, ম্যাডাম দ্য লন্ডন ক্লিনেকে সেরা চিকিৎসা পেয়েছেন। সেখানে বিশ্ববিখ্যাত চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন। দোয়া রাখবেন যাতে ম্যাডামকে নিয়ে সুস্থভাবে দেশে ফিরতে পারি। এদিকে বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী ও তার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ৫ মে সকালে ম্যাডাম (খালেদা জিয়া) দেশে ফিরবেন ইনশা আল্লাহ।

এক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমান ফিরছেন না। তারেক রহমানের ফেরা নির্ভর করছে রাজনৈতিক বন্দোবস্তের ওপর। আমি, ম্যাডামের দুই পুত্রবধূ, ব্যক্তিগত চিকিৎসক এজেডএম ডা. জাহিদ হোসেন, ম্যাডামের নিরাপত্তা কর্মকর্তা মাসুদুর রহমান, গৃহপরিচারিকা ফাতেমা খাতুন ও ব্যক্তিগত স্টাফ রূপা হক সফরসঙ্গী হিসেবে দেশে ফিরছি। ম্যাডামের তিন নাতনি লন্ডনেই থাকবেন আপাতত। তিনি জানান, খালেদা জিয়া অনেকটা সুস্থ হওয়ায় এয়ার অ্যাম্বুল্যান্সের প্রয়োজন পড়েনি। তিনি বাংলাদেশ বিমানের একটি এয়ারলাইনসের বিজনেস ক্লাসে চড়ে ঢাকায় ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin