প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১২:৪০ পি.এম
ইট পোড়াতে একদিনে লাগে ৩২ টন লাকড়ি

নাজমুল ইসলামঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের রাওনা গ্রামে(সেরামতের খলা) ইটের ভাটা চলছে গাছ লাকড়ী(কিনার) কর্তনের হিড়িক। সরঝমিন থেকে আমাদের প্রতিনিধি নাজমুল ইসলাম জানান দীর্ঘদিন যাবত এই ইটের ভাটা চলছিল একজনের অধীনে। গত জুলাই বিপ্লবের পর থেকে একদল এই ইটের ভাটা কলা কৌশলে চালু করেন এবং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্তৃপক্ষের কোলে বসে নিরবে ছোট ছোট গাছের কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে কাঁচা ইট।
পরিবেশের অনুচ্ছেদ দেখে কয়েকজন মিডিয়াকর্মী উক্ত ইট খলায় যাওয়ার পর ক্যামেরা দেখে কয়েকজন লোক এলোপাতাড়ি মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন। উক্ত খলার কর্মরত অবস্থায় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তারা বলেন আমরা এই এলাকার মেস্তরি নই। ভালো ভাবে তাদেরকে এখনো চিনতে পারি নাই । ইট পোড়ানোর ১ম মেস্তুরী বলেন ইটের ভাটায় প্রথমে আগুন দিতে গেলে ৮ শত মণ লাকড়ী দিতে হয়। তারপর থেকে প্রতিদিন কমপক্ষে দুই টন লাকড়ী দিতে হচ্ছে সাথে হালকা কিছু কয়লা থাকে। কয়লার দাম বেশি হওয়ায় লাকড়ির দিকে ঝুঁকে পড়ছে ইট ভাটার কর্তৃপক্ষ। পরিবেশ অধিদপ্তরে মুঠোফোনে জানতে হলে তারা বলেন কোন ইটের ভাটায় জীবিত গাছ কর্তন করে লাকড়ী বানানো যাবেনা। এতে করে দেশের সম্পদ এবং পরিবেশ নষ্ট হচ্ছে।
আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে একটা ব্যাবস্থ্যা করব। জনস্রোতে বলা হচ্ছে একটা অসাধু গোষ্ঠী কর্তৃপক্ষকে ম্যানেজ করে এমন নেককার কাজ করে চলছে।নাম না বলা শর্তে জনশ্রুতের একজন বলেন কাঠ দিয়ে ইট পোড়ালে ক্ষতি হয় পরিবেশ ও শ্বাস-প্রশ্বাসের এবং ক্ষতি হয় ফসলের ইটভাটা গুলি নিয়ন্ত্রিত হয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি যেন বেড়ে ওঠা গাছগুলি কেটে বিক্রি করা না যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.