স্টাফ রিপোর্টারঃ
ব্যপক উৎসাহ উদ্দিপনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৮ বছরে পদার্পণ করেছে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা। মঙ্গলবার সন্ধায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে পবিত্র কোরআন তেলোয়াত, আলোচনা সভা ও কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়।অনুষ্ঠানে বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এ কে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরীর সভাপতিত্বে, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি শরৎ সেলিম সহ, সহ-সভাপতি মনির চৌধুরী, জবাবদিহি পত্রিকার মজিবুর রহমান মিন্টু, আমাদের নতুন সময় পত্রিকার আব্দুল্লাহ আল আমিন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার শেখ মামুনুর রশীদ মামুন,সাংবাদিক ফজলুল হক, শরীফ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্য প্রদান করেন। অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুব অল্প সময়ে এই পত্রিকাটি সারাদেশের ন্যায়, ময়মনসিংহেও সবার মনে একটি জায়গা করে নিয়েছে। বিগত দিনেও দেখেছি এই পত্রিকাটি উন্নত রাষ্ট্র গঠনে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। এই পত্রিকা আগামীতে আরও ভাল কিছু করবে এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা।