আব্দুর রহমান,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ চলাকালে বক্তারা অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারী কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা না হলে কর্মচারীদের অসন্তোষ আরও তীব্র হবে বলে তারা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.