
ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সম্রাট কে আটক করেছে ফরিদপুরেরপুলিশ। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী
কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানাযায়। সম্রাট আটক হয়েছে এ বিষয়েটি নিশ্চিত করেছে কোতোয়ালি
থানার ওসি সহিদুল ইসলাম। সাম্প্রতিক ফরিদপুর নির্বাচনী আসন
(৩) এর সতন্ত্র প্রার্থী একে আজাদ এর কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাংচুর
ও সতন্ত্র প্রার্থী একাধিক ব্যাক্তি কে মারধর করেছে এবং ভয়ভীতি দেখান
এ বিষয়ে একে আজাদ নির্বাচন কমিশন সহ প্রশাসনের নিকট আবেদন করেন। প্রশাসন এর অভিযোগ এর ভিত্তিতে বুধবার দুপুরে সম্রাট কে পুলিশ আটক করে। সম্রাট নৌকার প্রার্থী শামীম হকে পক্ষে সাধারণভোটারদেরভয়ভীতি দেখিয়েআসছেন বলে সতন্ত্র প্রার্থী একে আজাজ বুধবার সকালে এক সংবাদসম্মেলন ও করেছে।