
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের কয়েক শত নেতা কর্মিরা বিক্ষোভ মিছিল করে।
বৃহস্পতিবার দুপুরে ১৩ নং আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে এলাকার নারীরা ও অংশ নেয়। ফরিদপুর মেডিক্যাল কলেজের
সামনে থেকে শুরু শহরের ভাংগা রাস্তার মোড় পযর্ন্ত গিয়ে আবার পশ্চিম খাবাস পুরে এসে শেষ হয়।
১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান জানান, নির্বাচন শুরু হওয়া থেকে এলাকার
ও আসে পাশের কিছু সন্ত্রাসী নির্বাচন
কে বানচাল করার জন্য সন্ত্রাসী কাজে লিপ্ত হয়েছে। তিনি আরো জানান, আমরা স্বতন্ত্র প্রার্থী একে আজাদ এর পক্ষে নির্বাচন প্রচার প্রচারনা করছি কিন্তু নৌকা সমর্থক কিছু চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে। তাই নির্বাচনের পৃর্বে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করবার দাবি করছি।