আহমেদ সাজু, সখীপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করে মিছিল শেষে তালতলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভাইস চেয়ারম্যান এড আহমেদ আযম খান এসব কথা বলেন।দেশে স্বৈরাচার হাসিনার পতনের পর পলায়নের মাধ্যমে দেশে দানবীয় সরকারের পতন হয়েছে।
বৃহস্পতিবার(১৫আগষ্ট)বিকেলে তালতলা চত্বরে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান করে বলেন, এখনও দেশকে অস্থিতিশীল করার জন্য খুনি হাসিনার দোসররা গভীর ষড়যন্ত্র করছে।বিএনপি দেশকে অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার সর্বাত্মক সহযোগিতা করে যাবে। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়ে দিয়েছে হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রের করলে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবেনা।
দীর্ঘ ১৭টি বছর বুকে পাথর বেধে স্বৈরাচার খুনি হাসিনার মামলা-হামলা মাথায় নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি।দেশ পূর্ণ গঠন করতে সময় লাগবে।আমরা ড.ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে হাসিনা সরকারের জঞ্জাল নৈরাজ্য দূর সহযোগিতা করে যাব।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানা ৩৬দিন লড়াই সংগ্রামে বহু আহত শিক্ষার্থী ও যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করেন।
এতে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.বাছেদ মাস্টার পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম আজাদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টিপুসহ প্রমূখ।