বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারী গাড়িচালক কল্যাণ সমিতির কমিটি গঠন:
গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো ময়মনসিংহঃ
ময়মনসিংহ নাগরীর এস কে হাসপাতাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কনফারেন্স হল রুমে আজ শনিবার ০৮-০২-২০২৫ ইং তারিখ সকাল ১১ঃ৩০ মিনিটে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির নেতৃবৃন্দদের উপস্থিতিতে ময়মনসিংহ জেলা উপজেলা ও থানা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সরকারি গাড়ি চালকদের নিয়ে ময়মনসিংহ বিভাগীয় কল্যাণ সমিতির কমিটি গঠন, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পর্বে শুরুতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ ও কোরআন তেলাওয়াত। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে মতবিনিময় ও আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন আব্দুল বারী আঙ্গুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদ মিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হানিফ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ হাফিজুর উর রহমান হাফিজ আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন থানা ও উপজেলার থেকে আসা বিভাগীয় স্বাস্থ্য সরকারি গাড়ি চালক সুলতান মাহমুদ, সেলিম মিয়া, জাফর আলী, তৌহিদুল ইসলাম, ইউসুফ আলী, প্রমুখ ও ময়মনসিংহ বিভিন্ন থানা উপজেলা থেকে আসা স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে পর্যায়ে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির নতুন কমিটির সভাপতি হাফিজুর উর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহম্মেদ কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন তৌহিদুল ইসলাম ময়মনসিংহ বিভাগীয় সরকারি গাড়ি চালক। অনুষ্ঠানটি শেষ পর্যায়ে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির বিভিন্ন থানা ও উপজেলার থেকে আশা গাড়িচালকদের মাঝে। ক্রেস্ট উপহার এবং দুপুরের খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।