নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের
মানসিক প্রতিবন্ধী, মোঃ হাইদুল (৩৫) নামের যুবককে চোর সন্দেহে গণপিটুনিতে আহত হয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা যায় (১১,মে) সকাল সাড়ে দশটায় গ্রাম পুলিশ খোকনের মাধ্যমে অজ্ঞান অবস্থায় হাইদুল (৩৫) কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে ভর্তি দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ দিকে তার মৃত্যু হয়।
জানা যায় গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের উবে আকন্দের বড় ছেলে হাইদুল, সে মানসিক প্রতিবন্ধী,গত কাল মশাখালী ইউনিয়নে বালনি গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে মানসিক রোগী বোনকে না জানিয়ে রাতের বেলায় রাস্তায় ছোটাছুটি করতে দেখে জনতা চোর সন্দেহে তাকে ধরে গণধোলাই দেয় , সকালে এলাকাবাসী অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পাগলা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গ্রাম পুলিশ ও পাগলা থানা পুলিশ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কর্তব্যরত ডাক্তার ফারহানা ফারুক বৃষ্টি বলেন, তার শরীরে নীলা ফোলা ক্ষত যখম ছিল, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।