গৌরীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি:
গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে বৃহস্পতিবার বিকাল ৩টায় গৌরীপুর পাবলিক হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। সভা পরিচালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।
স্মরণসভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকা, বহুদলীয় গণতন্ত্রের সূচনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক এবং পৌর বিএনপির সদস্য সচিব বাবু সুজিত কুমার দাস।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মন্ডল, তানজিন চৌধুরী লিলি, এসএম দুলাল, তাজুল ইসলাম খোকন, শাহজাহান সিরাজ, শাহ ওবায়দুল সুমন।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, ইঞ্জিনিয়ার এনামুল হক ভুঁইয়া, শাহজাহান কবির হিরা, আতাউর রহমান আতা এবং শামীম হোসেন চৌধুরী, যুবদল নেতা সালাউদ্দিন বকুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল্লাহ, শ্রমিকদল নেতা সুলতান ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা শাহিন আলম তারা, ছাত্রদল নেতা জোবায়ের এবং স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল কাদির প্রমুখ আলোচনায় অংশ নেন।
আলোচনা শুরু আগে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।