
ফরিদপুর প্রতিনিধি,
ফরিদপুর জেলার ভাংগা উপজেলার
তাড়াইল এলাকায় অভিযান চালিয়ে
৪কেজি গাজাসহ ৩জন কে আটক করে ফরিদপুরের ডিবি পুলিশের একটি দল।
সূত্রে জানাযায় সোমবার রাতে ভাংগার তাড়াইলে ডিবি পুলিশ গাজাসহ সাহেব আলী সাকিব.মিজান মুন্সী নামে ৩ জন কে আটক করে।
গাজা ব্যবসায়িদের বিরুদ্ধে আইন গত ব্যবস্তা নেওয়া হবে বলে জানান
ডিবি পুলিশ।