নাজমুল ইসলাম:
ভালুকা গফরগাঁও হাইওয়ে রোডে টাকা মেট্টো ১১২২১৮ একটি মিনি প্রাইভেট কার গফরগাঁও ভারইল গ্রামে মেনরোড থেকে ছিটকে নিচে পড়ে তিন জন আহত হয়েছে । তাৎক্ষণিক গফরগাঁও থানা পুলিশ মামুন আল মামুন ডিউটিরত অবস্থায় এখানে উপস্থিত ছিলেন তাৎক্ষণিক সে যাত্রীদেকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।