শেখ মামুনুর রশীদ মামুনঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই কামরুল হাসান, ৩নং ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে থানা ঘাট বেরী বাধের নিচে ফেরী ঘাটের পার্শ্বে নদীর চর থেকে মাদক ব্যবসায়ী রমজান ওরফে সাজ্জাদ, মোঃ হারুন অর রশিদ, মোঃ হাফিজুল ইসলাম ৫ গ্রাম হেরোইন ও একশত পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই আশিকুল হাসান, সংগীয় অফিসার ও ফোর্স সহ র্যাব-১৪ এর সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চরপাড়ার আব্দুল রাজ্জাক ওরফে কালাকে ৮৪ পিচ নেশাজাতীয় ইনজেকশনসহ, এসআই ফারুক আহমেদ ১নং ফাড়ি, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কেওয়াটখালী এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী মোঃ এরশাদ আলীকে গ্রেফতার করে।
এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ পৃথক আরেক অভিযানে অন্যান্য মামলার আসামী তানভীর হাসেল, রাসেল গ্রেফতার করে।
এএসআই এরশাদ আলী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ হেলাল উদ্দিন গ্রেফতার করেন।
এছাড়া এসআই মুহাম্মদ জহিরুল ইসলাম, এএসআই আয়েছ মিয়া, এএসআই সোহরাব হোসেন ও এসআই সুমন দেবনাথ পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরো পাচ পলাতক আসামিকে গ্রেফতার করে। পরোয়ানা ভুক্তরা হলো, কাশর বৌ বাজারের আইরিন বেগম, রুবেল, রতন সরকার ও
মোতালেব। এদের মাঝে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং অন্যান্য কার্যক্রমশেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।