আব্দুর রহমান, নেত্রকোনাঃ
৪৩ নং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ মার্চ) বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিশু শ্রেনীর হলরুমে নবীন শিশুদের ফুল দিয়ে এবং কেক কেটে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
কোমলমতি শিশুদের সাথে নিয়ে কেক কাটেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিয়াউল হক,
বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষিকা মাহমুদ আক্তার সুমি এবং শাম্মী সুলতানা বলেন, আজকের শিশুরা আগামী দিনের স্বপ্ন। প্রত্যেকটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব। শিশুদেরকে উদ্যমী করে গড়ে তুলতে হবে। যাতে তারা আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশে অভিভাবকদের গুরুত্ব দেয়ার অনুরোধ জানান তারা।
শিশু বরণ উৎসবে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।