গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফারুক হোসেন এর দিক-নির্দেশনায় এসআই শাহ্ মিনহাজ উদ্দিন ও এসআই রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী সাকিনস্থ কেওয়াটখালী রেললাইন বাজার সংলগ্ন জনৈক দুলাল মিয়ার মার্কেটের সামনে সরকারি পাঁকা রাস্তার উপর হইতে ০৬ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.০০ ঘটিকায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জামাল (৫০),কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামীর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা রয়েছে।
আরেক অভিযানে ডিবি পুলিশের এসআই মোঃ সোহরাব আল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ধলা দক্ষিনপাড়া সাকিনস্থ জনৈক আঃ হাই এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে (০৬ মার্চ ২০২৪) তারিখ ২২.৩৫ ঘটিকায় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ নজরুল ইসলাম (২৩), কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ৫৫৫ পিস পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়াল মডেল ও ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বযকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।