ইসরাত জাহান : ময়মনসিংহের ভালুকা উপজেলার সমাজসেবক পরউপকারী, অসহায়ের বন্ধু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের ভালুকা শাখার সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন গতকাল(১৭/০৩/২৪)বিকাল, ৫ টা ১০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহ…. )মরহুমের বয়স হয়েছিল আনুমানিক ৪৭ বছর। জালাল উদ্দিন মারা যাওয়ার পর থেকে যেন এলাকায় সুকের ছায়া নেমে এসেছে । আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের জনতা অশ্রু ঝরা চোখ নিয়ে জালালের জন্য ভালুকা সরকারি ডিগ্রী কলেজ মাঠে জানাযায় অংশ করেন।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিশিষ্টজনেরা জালাল উদ্দিনের স্মৃতিচারণ করেন এবং সবার কাছে জালালের মুক্তির জন্য দোয়া চেয়েছেন । আমাদের ভালুকা প্রতিনিধি জানান, ইমরান সিকদার, শেখ হুমায়ুন কবির,সোহেল রানা কথা বলারসময় কান্নায় ভেঙ্গে পরেন।এলাকাবাসী বলেন আমরা একজন অভিভাবক হারিয়েছি এবং দেশবাসীর কাছে মরহুমের জন্য প্রার্থনা করছি। জানাজার শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।