বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চলেন গেলেন টঙ্ক আন্দোলনের শেষ সাক্ষী কুমুদিনী হাজং

Reporter Name / ৯৩ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৮:১৯ অপরাহ্ন

আব্দুর রহমান নেত্রকোনাঃ

চলে গেলেন ব্রিটিশ বিরোধী ও টঙ্ক আন্দোলন তথা হাজং বিদ্রোহের শেষ স্বাক্ষী কুমুদিনী হাজং (৯২)। শনিবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুও সংবাদ নিশ্চিত করে কুমুদিনী হাজং এর ছেলে লিটন হাজং। তিনি বলেন,র্দীঘ দিন ধরেই আমার মা বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। আজ শনিবার দুপুরের দিকে মারা গেছেন। আজ রাতেই আমরা শেষকৃত্য সম্পন্ন করবো।নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের বহেড়াতলী গ্রামে পাহাড়ী অঞ্চলের এক টিলায় বসবাস করতেন তিনি। হাজং বিদ্রোহের সাক্ষী কুমুদিনী হাজং দ্বিতীয় বিশ্বযুদ্ধু,টংক আন্দোলন,১৯৫২ এর ভাষা আন্দোলন,পাকিস্তানি জুলুম বৈষম্য,নিপীড়ন,১৯৬৪ এর সাম্প্রদায়িক দাঙ্গা,মহান স্বাধীনতা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের কালের স্বাক্ষী ছিলেন তিনি। মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গ্রনগ্রাহী রেখে গেছেন।তিনি বেশ কিছু পুরস্কার ও সম্মননা পেয়েছেন তারমধ্যে, ১৯৯৯ সালে তেভাগা কৃষক আন্দোলনের ৫০ বছর পূর্তিতে পুরস্কার,২০০৩ সালে অনন্যা শীর্ষ দশ নির্বাচিত পুরস্কার, ২০০৫ সালে স্বদেশ চিন্তা সংঘ ড. আহম্মদ শরীফ স্বারক্ষ পুরস্কার, ২০০৭ সালে মনিসিংহ স্মৃতিপদক পুরস্কার,২০১০ সালে সিধু কানহু ফুলমনি পদক, ২০১৪ সালে জলশিঁড়ি পদক,২০১৮ সালে হাজং জাতীয় পুরস্কার,২০২১ সালে নেত্রকোনা জেলা প্রশাসক সম্মাননা,২০২২ সালে পথ পাঠাগার সম্মাননা পেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin