আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কেনিয়ার অভিজ্ঞ লেগস্পিনিং অলরাউন্ডার কলিন্স ওবুয়া।🏏 নিজের সবশেষ টি-২০ ম্যাচে উগান্ডার সঙ্গে বল হাতে ১ রানে ১ উইকেট নিয়ে সফল হলেও ব্যাটহাতে ব্যার্থ হন, এরপরই অবসর, স্বীকৃত ক্যারিয়ার এর দৈর্ঘ্য (১৯৯৯-২০২৪) আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার (-২০০১-২০২৪,) ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ওয়ারউইক শায়ার সহ অন্যান্য দলে ২০০৩-২০১৩ অব্দি খেলেছেন। ঘরোয়া টি-২০ তে ইংলিশ ক্লাব সামারসেটের বিপক্ষে সেঞ্চুরী আছে, জাতীয় দলের হয়ে টি-২০আই তে সেরা ইনিংস ৯৬* সবধরনের ক্রিকেটে ৬১ টি ৫০+ অর্ধশতক ও ৫ টি শতক আছে। তিনি একাধারে ২০০৩- ২০০৭- ২০১১ বিশ্বকাপে কেনিয়া জাতীয় দলের সদস্য ছিলেন।
দূর্ভাগ্য, কলিন্স ওবুয়া এর মতো ভালো একটা লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে আমাদের বাংলাদেশে কেউ দীর্ঘস্থায়ী হলোনা,
কলিন্স ওবুয়া সব ধরনের স্বীকৃত ক্রিকেট মিলিয়ে মোট ৫৭০ ম্যাচ খেলেছেন, রান করেছেন ১৩২৮৩, যদিও জীবনের শেষ ম্যাচে ০ রানে আউট হয়েছেন দূর্ভাগ্যবশত।
বল হাতে ৫৭০ ম্যাচের ২৫০ ইনিংসে ২৬৪ টি উইকেট নিয়েছেন, সেরা বোলিং ফিগার, ২৪ রানে ৫ উইকেট, সেরা ব্যাটিং ইনিংস, ১০৬★
উল্লেখ্যো: সুদীর্ঘ ২৫ বছর এর কিছু বেশী সময় পর চলতি মার্চ মাসের বিগত ২৩ তারিখ তিনি তথা কলিন্স ওবুয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন।
পরিশেষে সদ্য সাবেক আফ্রিকা মহাদেশীয় অঞ্চলের একসময়কার তারকা ক্রিকেটার সুপরিচিত অলরাউন্ডার কলিন্স ওবুয়া’র অবসর ভালো কাটুক এই শুভ প্রত্যাশায় ইতি টানছি।
সূদুর সৌদী আরব থেকে অতিথি ক্রীড়া প্রতিবেদক: কবি ইহতিশামুল হক জাওয়াদ।