বিশ্বের ১ম এবং একমাত্র উইকেট কিপার হিসেবে স্বীকৃত টি-২০ ক্রিকেট ম্যাচে ৩০০ ডিসমিসাল এর রেকর্ডের মালিক হলেন ভারতের সাবেক ওডিআই ও টি-২০আই ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনয়ক মহেন্দ্র সিং ধোনী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল টুর্নামেন্টেও ধোনীর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস অর্জন করেছে ৫ টি শিরোপা, যদিও এবার স্বেচ্ছায় দলপতির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি, তবে তিনি ক্রিকেটের স্বীকৃত সংক্ষিপ্ত সংস্করন টি-২০ তে এই অব্দি বিশ্বের একমাত্র উইকেট কিপার ক্রিকেটার হিসেবে ৩০০+ শিকার (বল) তালুবন্দি করে বিশ্বরেকর্ড গড়লেন, মহেন্দ্র সিং ধোনী কে শুভকামনা,অভিনন্দন ক্যাপ্টেন কুল খ্যাত ভারতীয় লিজেন্ড উইকেট রক্ষক ব্যাটার মাহী। পরিসমাপ্তি লগ্নে মহেন্দ্র সিং ধোনীর তরে নিরন্তর শুভকামনা রইলো, পড়ন্ত বেলায় ৪২+ বিয়াল্লিশোর্ধ বয়সী অভিজ্ঞ এই সুপরিচিত উইকেট রক্ষক ক্রিকেটারের ক্যারিয়ার আরো সমৃদ্ধ হোক, বয়স তার কাছে কেবলমাত্র সংখ্যা, এখনো তারুণ্যের ছোঁয়া লেগেই আছে মনে, তাই দস্তানা ও ব্যাট-বল তুলে রেখে মাঠের প্রতিযোগীতামূলক ক্রিকেট থেকে অবসরের পূর্বে শেষটাও যেন প্রকৃত চিত্রকরের তুলির আঁচড়ের ন্যায় রঙিন হয়, এই শুভ প্রত্যাশা সকল ক্রীড়াপ্রেমী ক্রিকেটবোদ্ধাদের। সীমান্তের সাহসী অতন্দ্র প্রহরীর ন্যায় উইকেটের পেছনে দাড়ীয়ে ডিসমিসালের ত্রিশতক (ত্রিপল সেঞ্চুরী) করার জন্য পরিশেষে মহেন্দ্র সিং ধোনীকে পূনর্বার এবং বারংবার অভিনন্দিত করছি। তরুন ক্রিকেটারদের প্রেরনা তিনি, শুভ হোক টি-২০ ক্রিকেটে
গ্লাভস হাতে বিশ্বরেকর্ডধারী ধোনীর আগামীর পথচলা।
সুদূর মধ্যপ্রাচ্যোর সৌদী আরব থেকে অতিথী প্রতিবেদক: কবি ইহতিশামুল হক জাওয়াদ।