নিজস্বপ্রতিনিধীঃময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বেশ কিছুদিন যাবত ভূমি অফিসের দুর্নীতির চিত্র ছিল বিদ্যমান। তারপরও কিছুদিন ভূমি এসিলেন্ট পদটি শুন্য ছিল। গত কদিন হল ফরগাঁও উপজেলায় প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড হিসেবে আমির সালমান রনি কে পদায়ন করে ভূমি কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। গফরগাঁও ভূমি অফিসে মানুষের প্রতি জুলুম,অসহনীয় আচারণ হতে মানুষ মুক্তি পাবে এমনটি প্রত্যাশা ফোটে উঠেছে তার চেহারার মাঝে। বিগত কয়েক বৎসর যাবত এরকম সৎ নিষ্ঠা ও দেশপ্রেমী,জন প্রেমী এবং জনকল্যাণকর ভূমি কর্মকর্তার আগমন ঘটেনি যা বলছে জনস্রোতে। ভূমি সেবায় আর কোন ঝামেলায় পড়তে হবে না।সাধারণ মানুষ যেভাবে অত্যাচারিত এবং প্রতারিত হতে হতো কিছু কিছু কর্মচারীদের মাধ্যমে তা বলা বাহুল্য। জন স্রোতে এও বলাবলি হচ্ছে এবার যে ভূমি কর্মকর্তা গফরগাঁও ভূমি অফিসে এসেছেন আমরা আশা করি সাধারণ মানুষ এখন থেকে আর অতিরিক্ত,দিগুনের চেয়েও দ্বিগুণ টাকা দিয়েও নাম খারিজ বা জমি জমা সংক্রান্ত কাগজপত্র ঠিক করতে হবে না। গফরগাঁও উপজেলার উল্লেখযোগ্য একজন রাজনৈতিক নেতা বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেহ চায়না এলাকার মানুষ সরকারি কোন সেবা নিতে এসে প্রতারিত,অত্যাচারিত না হতে হয়। আমরা আশা করব এই যোগদান কৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড আমির সালমান রনি র ধারা এলাকার মানুষ সঠিক ভাবে কর্ম সাধন করে ঘরে ফিরবে।