ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ বলেছেন, শিক্ষা ক্ষেত্রে জবাবদিহিতার অভাবে দেশে ছেলে-মেয়েদের বেকারত্বের হার বাড়ছে। তবে কোয়ালিটি এডুকেশনের দিকে জোর দিলে এ অবস্থা থেকে পরিত্রাণ অনেকাংশে সম্ভব।
বৃহস্পতিবার দুপুরে প্রানীসম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী মাধ্যেমে যুক্ত হয়ে দেশের ৬৪ জেলার এক সাথে প্রানীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন।
ফরিদপুরে শহরের মহিম ইনস্টিটিউশন মাঠে সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৪০ টি স্টল নিয়ে বিভিন্ন প্রানী ও প্রানী সম্পদ প্রদর্শন করা হয়।
প্রদর্শণী মেলায় ৪০ টি স্টল অংশ নেয়। এছাড়া আটটি ক্যাটাগরিতে মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানকে চেক ও বাকিদের ও পুরস্কৃত করা হয়। এই মেলায় বিভিন্ন ধরনের পশু, পাখি, পশু খাদ্যের দোকান এবং পশু খাদ্যের চিকিৎসার সরঞ্জামাদি সহ একাধিক প্রতিষ্ঠান ও এনজিও সংস্থা অংশগ্রহণ করে।
সকালে শুরুতে প্রধান অতিথি এ.কে. আজাদ ফিতা কেটে প্রদশর্নীর উদ্বোধন করেন। সেখান থেকে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও তাদের প্রতিষ্ঠানের মান বাড়াতে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। পরে মাঠের মঞ্চে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান হয়।