
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম। ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম জানান,
গত ১৭ ফেব্রুয়ারি দুপুর ০২.৩০ টার দিকে ফরিদপুর কোতয়ালী থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের চর গজারিয়া (সাইনবোর্ড) এর পদ্মা নদীর দক্ষিণ পাশে জনৈক খালেক দেওয়ান এর মেহগনি বাগানের মধ্যে একটি অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে রহিমন বেগম নামে এক মইিলা সনাক্ত করেন যে লাশটি তার স্বামী হারুন অর রশিদ এর।এবং তিনি অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি কোতয়ালী থানায় একটি ছিনতাইসহ হত্যা মামলার দায়ের করেন।
দীর্ঘদিন অনুসন্ধান শেষে গত ১৮ এপ্রিল রাত ২.৩০ টার দিকে হত্যাকান্ডের সাথে জড়িত সাইদুল শেখ নামে একজনকে চরভদ্রাসন থানাধীন রমেশ বালার ডাঙ্গীর আসামীর বসত বাড়ী হতে গ্রেফতার করা হয়। এবং হত্যাকান্ডের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং ফরিদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।