গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)’র অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন এর নেতৃত্বে প্রতিদিন নিয়মিত অপরাধ নির্মূলে অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
এরই মাঝে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাট গুদাম সাকিনস্থ পাট গুদাম ব্রীজের উত্তর মাথার পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর হইতে (১৮ এপ্রিল ২০২৪) খ্রিঃ তারিখ ২১.২০ ঘটিকায় ৫১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম এর পুত্র মোঃ শাকিল (৩৫), মৃত লিয়াকত কমিশনার এর পুত্র আতিকুজ্জামান বিজয় (২৩), মৃত আজম পুত্র মনির হোসেন ওরফে জুম্মন (৩৬), মৃত সুলতান আহম্মেদ দুখু মিয়ার পুত্র মোঃ শান্ত ওরফে হৃদয় ওরফে জুয়েল (২০), পিতা-ইদ্রিস আলী ইদু পুত্র মোঃ ফিরোজ আহম্মেদ ওরফে ইসরাফিল (১৯) ও মোঃ চাঁন মিয়ার পুত্র আসিফ ওরফে ফরহাদ (২০) কে গ্রেফতার করে।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শাকিল (৩৫) এর বিরুদ্ধে ০৭ টি, ২। আতিকুজ্জামান বিজয় (২৩) এর বিরুদ্ধে ০৩ টি, ৩। মনির হোসেন ওরফে জুম্মন (৩৬) এর বিরুদ্ধে ০৫ টি, ৪। মোঃ শান্ত ওরফে হৃদয় ওরফে জুয়েল (২০) এর বিরুদ্ধে ০২ টি, ৫। মোঃ ফিরোজ আহম্মেদ ওরফে ইসরাফিল (১৯) এর ০১টি এবং ৬। আসিফ ওরফে ফরহাদ (২০) এর বিরুদ্ধে ০১টি মামলা রহিয়াছে।
ডিবির ওসি আরো জানান, উদ্ধারকৃত ৫১ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৬ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।