আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
কেন্দ্রীয় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনায় শতাধিক বৃক্ষ রোপন করেছে জেলা ছাত্রলীগ।
আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার দুপুরে শহরের মোক্তারপাড়া মাঠের পশ্চিম পাশে শতাধিক বৃক্ষ রোপন করে নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদমসহ নেতা-কর্মীরা।
এ সময় জেলা ছাত্রলীগের নেতা-কর্মী ছাড়াও শতাধিক ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদম বলেন, বৈশ্বিক এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ছাত্রলীগের এই বৃক্ষরোপন কর্মসূচী পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে এবং ছাত্রলীগের প্রতিটি কর্মী একজন পরিবেশ কর্মী হিসেবেও কাজ করবে বলেন জানান হৃদম।