স্টাফ রিপোটার ইমরানঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের তরুণ যুবক,সমাজ সেবক মোঃআনোয়ার হুসেন আকন্দ ছোট কাল থেকে তার মনের গভীর আগ্রহ হয়েছে অপরের কষ্ট, দুঃখ নিয়ে সে সবসময়ই তার চিন্তা চেতনার মাঝে সে কিভাবে প্রতিবেশী,সমাজের অসহায়,ও পথিকের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটাতে পারে সেই জন্য দিন রাত কাজ করে যাওয়া।
মেদুয়ারী ইউনিয়নের আজগর আলী নামে একজন আমাদের রিপোর্টার ইমরান কে বলেন আমরা তার ছোটকাল থেকেই লক্ষ্য করে আসছি সব সময় তার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দুঃখীদের পাশে থাকতে সে চেষ্টা করে ।আমরা সামাজিকভাবে যদি তাকে কোন সুযোগ বা বড় ধরনের দায়িত্ব দিতে পারি তাহলে আমার মনে হয় সমাজের মানুষ তার কাছ থেকে অসহনীয় কিছু পাবে না, তার কাছ থেকে আমরা উপকার পাব বলে আমার বিশ্বাস।
এক প্রশ্নের জবাবে এই সমাজসেবক তরুণ যুবক অনলিইন পোর্টাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শকে আমার বুকে লালন কার। আমার পিতা মাতা,গুরুজন এবং সমাজের মোরব্বিরা আমাকে যেভাবে তাদের হৃদয়ে স্থান করে নিয়েছে আমি তাদের কে সেই ভাবে খেদমত করতে পারছিনা। আমি যদি কোন সময় কোন সুযোগ পাই তাহলে আশা করি সমাজ থেকে জুলুম অত্যাচার এবং দুঃখীদের চোখের পানি মুছে দিতে পারব অতীতে ও চেষ্টা করেছি ভবিষ্যতেও করতে চেষ্ঠা করবো ইনশাআল্লাহ।