”ব্রহ্মপুত্রের তীর ঘেঁষা মোদের গফরগাঁও
একবার এসে বন্ধু তুমি চোখে দেখে যাও।
বদনাম আছে গফরগাঁওয়ের কিছুই সত্য নয়
শুধু শুধু লোকের মুখে ছড়িয়ে গেছে ভয়।
পনেরোটি ইউনিয়ন আর মানুষ কয়েক লাখ
সবাই তো আর মন্দ নয় ভালোই বেশীরভাগ।
শিক্ষা দীক্ষায় অগ্রগামী আছে অনেক প্রতিষ্ঠান
দানবীরের অভাব নাই সবই তাঁদের দান।
গফরগাঁওয়ে দুটি থানা পাগলা – গফরগাঁও
ঐতিহ্যবাহী রেল স্টেশন একবার দেখে যাও।
গফরগাঁওয়ের লাফা বেগুন সবাই জানে সেরা
সবুজ শ্যামল প্রকৃতিতে রূপ লাবণ্যে ভরা।
রাস্তাঘাটের উন্নয়ন চোখে পড়ার মতো
সবকিছুই জানবে তুমি সত্য আছে যতো।
জ্ঞানী গুণীর অভাব নাই ধর্ম কর্মেও সেরা
অসাম্প্রদায়িক মনোভাবে বাস করছি মোরা।
ঐতিহাসিক সালটিয়ার হাট সোমবারেতে বসে
লাখো লোকের জমায়েত হয় বাজার করতে আসে।
রাজনীতির পাঠশালায় ছিলো যাঁদের নাম
তাঁরা ছিলো মহারত্ন গরীব দুঃখীর প্রাণ।
ফজলুর রহমান সুলতান আর আলতাফ গোলন্দাজ
দু’জন ছিলো গফরগাঁওয়ের খাঁটি সোনার তাজ।
এনামুল হক জজ মহোদয় আর আবুল হাশেম খান
সবাই এখন পরলোকে তাঁরাও ছিলো অনেক গুণবান।
বতর্মান সাংসদের নাম ফামহি গোলন্দাজ
গফরগাঁওয়ের তিলকরত্ন দেখতে হীরক রাজ।
রাজনীতিতে হাল ধরেছে এই যুবক মহারাজ
উন্নয়নের সুখ সারথি করছে বিশাল কাজ।
মিনতি মোর বন্ধুর তরে তুমি একবার দেখে যাও
ভালোবাসার পাল উড়িয়ে এসো স্বপ্নের গফরগাঁও।