মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা আসনের সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে মিরপুর উপজেলা নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছে। মিরপুর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন গত বৃহস্পতিবার (১৬ মে) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে স্থানীয় এমপি কামারুল আরেফিন এবং তার অনুসারী চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিবি করিমুন্নেছার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সব ধরনের কঠোর ব্যবস্থা থাকবে। কোথাও কোন প্রকার আচরণ বিধিলঙ্ঘন হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। এমপি নির্বাচিত হওয়ার পর তিনি তার পছন্দের অনুসারীদের নিয়ে একটি বলয় তৈরি করেছেন বলেও অভিযোগ উঠেছে।