আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
বুধবার সকালে নেত্রকোনা মেডিকেল কলেজে ষষ্ঠ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরন অনুষ্ঠান পালন এবং শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস গ্রহন করা হয়েছে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনতাসির ও নিশাতের সঞ্চালনায় নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মোহাম্মদ আব্দুল গণির সভাপতিত্বে নেত্রকোনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. রাজেশ কুমার দাস এবং লেকচারার ডা. মাকসুদা আক্তার রিমি সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.সেলিম মিঞা, সভাপতি, স্বাচিপ ডা. পলাশ মজুমদার, সাধারণ সম্পাদক বিএমএ ও স্বাচিপ ডা.আহসান কবীর রিয়াদ, সহ -সভাপতি, বিএমএ ডা. রঞ্জন কর্মকার, ডা.প্রবাল দত্ত অধিকারী সিনিয়র কনসালটেন্ট, কলেজের শিক্ষক- কর্মচারী শিক্ষার্থী অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
প্রথমে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে ক্লাস রুটিন প্রদান করা হয় এরপর সভাপতি, বিশেষ অতিথি এবং শিক্ষক মন্ডলীরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরিশেষে অধ্যক্ষ মহোদয় শপথ পাঠ করিয়ে শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।